আমরা এই মনোরম পৃথিবীতে বাস করি, যদি এরকম আর একটি পৃথিবী থাকে তার সন্ধানে দিবা রাত্রি কাজ করে যাচ্ছে মহাকাশ বিজ্ঞানীরা l এরকমই এক পৃথিবীর সন্ধান পেল নাসা l 

কেপলার স্পেস টেলিস্কোপে ধরা পড়লো পৃথিবী থেকে প্রায় ১.০৬ গুন বড় ও ৩০০ আলোকবর্ষ দূরে অবস্থিত পৃথিবীর এই যমজ বোন l যে পরিমান আলো সূর্য থেকে পৃথিবীতে আসে তার ৭৫% আলো পৌছায় এই গ্রহে l নাসার ইন্টারশিপে থাকা এক তরুণ বিজ্ঞানীর চোখে ধরা পরে এই গ্রহ কেপলার 1649 C l বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর সঙ্গে এই গ্রহের অনেক মিল থাকতে পারে থাকতে পারে প্রাণের স্পন্দন l