করোনা আবহে চলছে লক ডাউন। এমন পরিস্থিতিতে গ্রাম- গঞ্জের মানুষের পেটের টান কিছুটা রেহাই দিতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র থেকে রাজ্য। তাছাড়াও, পাশে থাকছে বিভিন্ন সংগঠন। এর মাঝেই দেশের একাধিক প্রান্ত থেকে নানান অভিযোগ। ঘোষণা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ মাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছে মানুষ। সেই প্রায় একই চিত্র ফুটে উঠল এবার সীমান্তবর্তী শহর দিনহাটার ওকড়াবাড়ীতে। 

ওকড়াবাড়ী অঞ্চলের কাউরাই গ্রামের অঙ্গনওয়াড়ী কেন্দ্রের প্রথম দফায় ৭০ থেকে ৮০ জন অভিভাবক- অভিভাবিকার মধ্যে মাত্র ২৫জনকে চাল দেওয়া হয়েছে। বাকিদের প্রতিশ্রুতি দেওয়া হয় ১৬ই এপ্রিল দেওয়া হবে, কিন্তু তাও দেওয়া হয়নি। প্রতিশ্রুতি পূরন না করেই দ্বিতীয় দফায় চাল-আলু-ডাল বিলি করা শুরু করলেই গ্রাম বাসীরা উত্তেজিত হয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকে। গ্রাম পঞ্চায়েত বাবলু হক এর উপস্থিতিতে কাউরাই গ্রামের অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবক- অভিভাবিকারা। দ্বিতীয় দফায় এদিন ১৫০জন অভিভাবক- অভিভাবিকা উপস্থিত হলেও ১০০ জনের জন্য চাল-আলু- ডাল ছিল। এনিয়েও অভিযোগ অভিভাবক- অভিভাবিকাদের।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে
নিয়মিত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে