সংস্কৃতির শহর দিনহাটা। এখানে রয়েছে অনেকগুলো প্রডাকশন হাউস এবং অনেকগুলো সংস্থার ইউটিউব চ্যানেল। প্রায় পনেরো কুড়ি বছর ধরে এখানে তৈরি হয়ে আসছে নানা টেলিফিল্ম শর্ট ফিল্ম অনু সিনেমা। কিন্তু সে অর্থে কোনো রকম সংগঠন দিনহাটায় ছিলনা। সে উদ্দেশ্য নিয়েই এবং আরো কি করে অনেক সংস্কৃতিমনস্ক মানুষের কাছে দিনহাটার প্রোডাকশন গুলো পৌছে দেওয়া যায় সে উদ্দেশ্যে আজ গঠিত হল দিনহাটা আর্টিস্ট ফোরাম।
আটজন কোর কমিটির সদস্য এবং অন্যান্য সদস্য নিয়ে তৈরি হল এর ফোরাম। কোর কমিটিতে রয়েছেন-
DINHATA AIRTIST FORUM
সভাপতঃ শ্রী উজ্জ্বল আচার্য
সহ সভাপতিঃ শ্রী অলোক সাহা
সম্পাদকঃ শ্রী শিবম চক্রবর্তী
সহ সম্পাদকঃ শ্রী প্রবীর সরকার
কোষাধ্যক্ষঃ শ্রী শুভদীপ মজুমদার
সহ কোষাধ্যক্ষঃ শ্রী কৌশিক ধর
কারিগরি সহায়কঃ শ্রী শুভময় কার্য্যী ও শ্রী সঞ্জু সাহা।
আগামীতে একসাথে পথ চলে দিনহাটা বাসীকে আরও উন্নত মানের প্রোডাকশন উপহার দেওয়াই সংগঠনটির লক্ষ্য বলে জানিয়েছেন সহ সম্পাদক শ্রী প্রবীর সরকার।
Social Plugin