Latest News

6/recent/ticker-posts

Ad Code

রানীরহাট বাজারে পুলিশি অভিযান


SER-10,রানীরহাট, ৬ এপ্রিল : করোনা সংক্রমন রুখতে লক ডাউন সারা দেশে। কিন্তু মানুষের দৈনন্দিন জীবন যাপনে চলাফেরা করতে গিয়ে ব‍্যহত লক ডাউন। সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বললেও তাও ব‍্যহত হচ্ছে। লক ডাউনকে যথাযথ পালন করতে তৎপর প্রশাসন। 

এদিকে, কোচবিহার জেলার রানীরহাট বাজারে সামাজিক দুরত্ব বজায় রাখতে শুরু হলো পুলিশি অভিযান। করোনার জেরে গোটা দেশ জুড়ে চলছে লক ডাউন। সচেতনতার অভাবে লক ডাউন মানছে না গ্রামের অধিকাংশ মানুষ। বিভিন্ন গ্রামেগঞ্জে এখনও দেখতে পাওয়া যাচ্ছে লক ডাউনকে তোয়াক্কা না করে এবং সামাজিক দুরত্ব বজায় না রেখেই চলছে হাট বাজার।

কোচবিহার জেলার রানীরহাট বাজারে লক ডাউন শুরু হওয়ার পর থেকে কোচবিহার জেলার পুলিশ - প্রশাসনের টহলে ক্ষণিকের জন্য জমায়েত এড়ানো সম্ভব হলেও বারবার সেই একই চিত্র উঠে আসছে আমাদের ক‍্যামেরায় ।

আজ সোমবার কোচবিহার জেলার রানীরহাট বাজারে সামাজিক দুরত্ব বজায় রাখতে খুবই কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন কোচবিহার জেলার পুলিশ - প্রশাসন।

কোচবিহার জেলার পুলিশের পক্ষ থেকে জানা যায়, বাজারে এসে কেউ যাতে অযথা জমায়েত না করে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে সকলেই যাতে সুষ্ঠ ভাবে হাট- বাজার করে তার জন্যই এমন পদক্ষেপ। এবং কোন কারণ ছাড়া অযথা বাড়ির বাইরে ঘোরাঘুরি করলে তার বিরুদ্ধে কঠোর ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

Ad Code