করোনা সংক্রমণের কারনে সচল পৃথিবী আজ প্রায় অচল। রাস্তায় গাড়ি নেই, পথে লোক নেই। প্রকৃতিতে এক নিস্তব্ধতা যেন বিরাজমান। বিশ্বের ইতিহাসে এরকম দৃশ্য হয়তো পূর্বে পরিলক্ষিত হয়নি। উন্নয়নশীল দেশগুলোতেও একই চিত্র দেখা যাচ্ছে। সমগ্র পৃথিবী ব্যাপী চলছে লকডাউন। সরকারি নির্দেশের কারনে মানুষ আজ স্বেচ্ছায় গৃহবন্দী অবস্থায় রয়েছে  ।
   
       লকডাউন পরিস্থিতির কারনে সবথেকে অসুবিধায় পড়েছেন গরীব শ্রেণীর মানুষেরা। প্রতিদিন কাজ করে উপার্জিত অর্থের দ্বারা জীবিকা নির্বাহকারী  মানুষগুলোর খাদ্যের ভান্ডার প্রায় শূন্য। সর্বোপরি বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপাশে থাকা ভারতীয়দের সমস্যা আরো তীব্র। এরকম পরিস্থিতিতে দুঃস্থ মানুষগুলোর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলো চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রম। আশ্রমের মহারাজ সেবানন্দজির মানবিক উদ্যোগে চৌধুরীহাট, বামনহাট এলাকার প্রায়  250 জন দুঃস্থ মানুষের হাতে রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হলো। এছাড়াও সীমান্তের  কাঁটাতারের ওপাশের ভারতীয়দেরকেও পৌঁছে দেওয়া হলো খাদ্য সামগ্র। প্রতিকূল পরিস্থিতির সময় রামকৃষ্ণ মঠ ও  আশ্রমের এরূপ মানবিক উদ্যোগ সর্বদাই লক্ষণীয় । আগামীদিনেও আশ্রমের পক্ষ থেকে প্রয়োজনে আরো কিছু মানুষের কাছে পৌঁছনো হবে বলে জানা গেছে ।