Latest News

6/recent/ticker-posts

Ad Code

৩রা মে ২০২০ পর্যন্ত সব যাত্রীবাহী ট্রেন চলাচল বাতিল করল রেল


করোনা সংক্রমণের জেরে দেশ জুড়ে লক ডাউন চলছে। সংক্রমণ রখতে কেন্দ্র সরকার লক ডাউনের মেয়াদ বৃদ্ধি করে ৩রা মে পর্যন্ত ঘোষণা করেছে। ইতিমধ্যে দ্বিতীয় দফার লক ডাউন চলছে। এর আগে রেলের টিকিট নিয়ে নানাবিধ জল্পনা দেখা গিয়েছে। ছড়িয়েছে নানা গুজবও। তবে দ্বিতীয় দফার লক ডাউনের শুরুতেই স্পষ্টভাবে রেলের অবস্থান জানিয়ে দিল রেল। 

এদিন, মিনিস্ট্রি অফ রেলওয়ে টুইটার হ্যান্ডেলে একটি টুইট করা হয়। যেখানে বলা হয়েছে, আগামী ৩রা মে ২০২০ পর্যন্ত সব যাত্রীবাহী ট্রেন চলাচল বাতিল করা হল। 
জানা গেছে, প্যাসেঞ্জার ট্রেন, মেল-এক্সপ্রেস, শহরতলি, মেট্রো সহ সমস্ত রেল পরিষেবা ৩ মে পর্যন্ত বন্ধ থাকবে। ঘোষণা রেলের। ১৫ এপ্রিল থেকে রেলের টিকিট বুকিং আগেই শুরু করেছিল রেল কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে রেলের তরফে জানানো হয়েছে, অনলাইনে যাঁরা বুকিং করেছেন, তাঁদের অ্যাকাউন্টে ওই টাকা আপনা থেকেই ফেরত চলে যাবে। তবে দেশজুড়ে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা চালু রাখতে মালগাড়ি চালানো হবে।

Ad Code