নববর্ষ এবার গৃহবন্দিতেই কেটে গেলো। নতুন পোশাক, ভিন্ন সাধে খাওয়া, প্রকৃতির মঞ্চে আনন্দ উপভোগ এবছরের জন্য বিদায় নিয়েছে করোনার জেরে। হলো না ভালো মতো সময় কাটানো, বন্ধু- বান্ধবী সবার থেকে দূরে থেকে একটা নববর্ষ বিদায় নিল। কিন্তু থেমে নেই সৃষ্টি। 

সারেগামাপা ২০১৮-১৯ এর ১৬ জন শিল্পী ঘরে বসে বসেই ভাবলেন নতুন ভাবনার কথা। ১৬ জন মিলে খুলে ফেললেন একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপর সেখান থেকেই সৃষ্টি হল এক নতুন গান। ১৬জন মিলেই ঘরে থেকেই হল রেকর্ডিং, ভিডিওটি এডিট সব।সারেগামাপা ২০১৮-১৯ জনপ্রিয় সঙ্গীত শিল্পী অঙ্কিতা, স্নিগ্ধজিৎ, গৌরব, রাহুল, অবন্তী, অনন্যা, অভ্রতনু, গুরুজিত, সুমন,স্নেহা, ঋষিতা, লামা, তন্ময়, হৃতি, প্রতিভা এবং প্রীতম নিরাশায় আচ্ছন্ন ঘরবন্দি মানুষকে আশা দিতে গাইলেন গান ''এসো বন্ধু''। 

সংগীতায়োজনের দায়িত্বে অভ্রতনু এবং ভিডিওটি এডিট করেছে রাহুল, গানটি লিখেছেন অর্ঘ্য ব্যানার্জী। নতুন বছরের নতুন গানে নতুন করে বন্ধুত্ব এবং ভালোবাসার কথাই বলছেন ১৬ জন শিল্পী।

শুনে নিন সেই গান- -