CREDIT: THEPRINT
করোনা ভাইরাসের প্রকোপে দেশজুড়ে চলছিল ২১ দিনের লক ডাউন, যা শেষ হওয়ার কথা ছিল ১৪ই এপ্রিল। কিন্তু এই পরিস্থিতি দেখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার জাতি উদ্দ্যেশে ভাষন দেন, লক ডাউন ৩রা মে পর্যন্ত বৃদ্ধি করেন। ৩ মে পর্যন্ত লকডাউনের কথা ঘোষণা করতেই প্রতিবাদে গর্জে উঠলেন তৃণমূলের নির্বাচনী পরামর্শদাতা প্রশান্ত কিশোর। 'লকডাউনের বিকল্প পরিস্থিতি নিয়ে কী কিছু ভেবেছেন মোদিজি?' প্রশ্ন তুললেন প্রশান্ত কিশোর ।

লকডাউনের জেরে ধুঁকছে অর্থনীতি। দেশের বিভিন্ন প্রান্তে আটকে পরিযায়ী শ্রমিকেরা। নেই রোজগার। দিন আনা দিন খাওয়া মানুষগুলোর মজুতের খাবার শেষ! অন্যদিকে, করোনা সংক্রমণের সংখ্যা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 'লকডাউন উঠে গেলে পরবর্তী পরিস্থিতি কী হবে? সেই নিয়ে কী কোনও পরিকল্পনা করেছে মোদি সরকার? ৩ মে-র পরও যদি ফল না পাওয়া যায়, সেই মুহূর্তে দাঁড়িয়ে কী পদক্ষেপ নেবেন কেন্দ্রীয় সরকার? সেই প্ল্যান-বি তৈরি রয়েছে তো?' এই সমস্ত ইস্যুতেই তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর।