করোনা সংক্রমণের জেরে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট গোটা বিশ্বে COVID-19 যেভাবে ছড়িয়ে পড়েছে তা নিয়ে কাঠগড়ায় তুলেছেন হু-কে। তাঁর মতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি (WHO) করোনা ভাইরাসের সংক্রমণ কীভাবে এতটা ছড়িয়ে পড়ল তা নিয়ে প্রকৃত সত্য সামনে আনছে না। এরা আগেও হু এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, এবার সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে অনুদান দেওয়া বন্ধ করে দিলেন তিনি।
Trump halts US funding for World Health Organization— ANI Digital (@ani_digital) April 15, 2020
Read @ANI story | https://t.co/egT5xr8RK3 pic.twitter.com/bianFE5v8C
মার্কিন প্রেসিডেন্টের দাবি, হু প্রকৃত সত্য সামনে আনছে না এবং চিনকে অযথা আড়াল করার চেষ্টা করছে। তাঁর মতে জেনেভার ওই সংস্থাটি চিনের দেওয়া তথ্যের উপর ভরসা করাতেই বিশ্ব জুড়ে করোনা সংক্রমণ ২০ গুণ বেশি দ্রুত ছড়িয়ে পড়েছে।
ট্রাম্পের অভিযোগ, করোনা ভাইরাস নিয়ে চিনের প্রতি পক্ষপাতিত্ব করছে হু। মার্কিন প্রেসিডেন্টের দাবি, চিন থেকেই গোটা বিশ্বে ছড়িয়েছে এই মারণ রোগ। পাশাপাশি হু আগে থেকে এই মারণ ভাইরাস প্রতিরোধের কোনও পরামর্শও দেয়নি বলে অভিযোগ করেন তিনি। অন্যান্য দেশকেও করোনা নিয়ে হু ঠিক তথ্য দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
ট্রাম্পের অভিযোগ, করোনা ভাইরাস নিয়ে চিনের প্রতি পক্ষপাতিত্ব করছে হু। মার্কিন প্রেসিডেন্টের দাবি, চিন থেকেই গোটা বিশ্বে ছড়িয়েছে এই মারণ রোগ। পাশাপাশি হু আগে থেকে এই মারণ ভাইরাস প্রতিরোধের কোনও পরামর্শও দেয়নি বলে অভিযোগ করেন তিনি। অন্যান্য দেশকেও করোনা নিয়ে হু ঠিক তথ্য দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
এর আগেই একবার হু-কে সাহায্য না করার কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তা বন্ধ করে দিল বলেই খবর।
Social Plugin