![]() |
pic source: Quartz |
করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। মানুষ বিভিন্ন হাসপাতালে ভিড় জমাচ্ছেন পরীক্ষার জন্য। তবে, এবার আর হাসপাতালে ভিড় জমাতে হবে না, করোনা পরীক্ষার জন্য বুকিং করতে পারবেন অনলাইনেই। এমনটাই ব্যবস্থা করেছে বেঙ্গালুরুর সংস্থা Practo। একটি ওয়েবসাইটে মাধ্যমে ওই সংস্থা করোনা পরীক্ষার জন্য অনলাইনেই বুকিংয়ের ব্যবস্থা করেছে।
সম্প্রতি এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুর সংস্থা Practo এই কাজের জন্য Thyrocare নামে একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই পরীক্ষার কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এখনও পর্যন্ত শুধুমাত্র মুম্বইতেই এই অনলাইনেই বুকিংয়ের মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা করা সম্ভব হয়েছে।
জানা গিয়েছে, যে দুটি ওয়েবসাইটের মাধ্যমে করোনা ভাইরাস পরীক্ষার জন্য অনলাইনে বুকিং করা যাবে। ওয়েবসাইট দুটি হল-
https://www.practo.com/covid-test
এবং https://covid.thyrocare.com/)।
চিকিত্সকের নির্দেশ, পরামর্শ বা স্বাক্ষর-সহ প্রেসক্রিপশন দিয়েই একমাত্র বুকিং করা যাবে। এই পরীক্ষার জন্য খরচ পড়বে ৪৫০০ টাকা।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যারা বুকিং করবে তাঁদের বাড়ি গিয়ে গিয়ে নমুনা সংগ্রহ করবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ল্যাব কর্মীরা। লালারসের নমুনা একটি 'ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়াম'-এর মধ্যে নিয়ে সেটি Thyrocare-এর গবেষণাগারে দিয়ে দেওয়া হবে।
সাথে সাথে সমস্ত রকম সুরক্ষাসহ নমুনা সংগ্রহ করবে ল্যাবকর্মীরা।
নমুনা সংগ্রহের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে Practo ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যাবে পরীক্ষার ফলাফল।
Social Plugin