করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লক ডাউন। জনগণকে বিনা কারণে বাড়ির বাইরে না বেরোনার নির্দেশ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লকডাউনের সময় বিনা প্রয়োজনে রাস্তায় বেরনোয় বাধা দেওয়ায় তলোয়ারের কোপে পাঞ্জাব পুলিশের এক এএসআই-এর হাত কেটে নিয়েছিল দৃষ্কৃতীরা! ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাতিয়ালা সবজি মান্ডি গার্ড রেল দিয়ে ঘিরছিল পুলিশ। ঠিক সেই সময়েই একটি গাড়ি গার্ড রেলকে ধাক্কা মেরে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে হরজিতের হাতে কোপ বসায়। যন্ত্রণায় ছটফট করতে থাকা হরজিৎকে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে, জানা যায় হরজিতের কেটে দেওয়া হাত জোড়া লাগানো হয়েছে।
পাতিয়ালায় আক্রান্ত সেই এএসআই হরজিত্ সিংহকে বৃহস্পতিবার সাব-ইনস্পেক্টর পদে প্রোমোশন দেওয়া হয়েছে বলে জানা গেছে। পাঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে, তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানাতেই এই পদোন্নতি।
I am proud to promote ASI Harjeet Singh as Sub-Inspector for display of exemplary courage and devotion to duty in Patiala Sabzi Mandi attack.— DGP Punjab Police (@DGPPunjabPolice) April 16, 2020
He is our hero! Bravehearts like him continue to bring glory to the @PunjabPoliceInd @CMOPb @IPS_Association pic.twitter.com/aYYDpD15SP
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ বৃহস্পতিবার জানান, নিজের কর্তব্যের প্রতি দারুণ নিষ্ঠা দেখিয়েছেন হরজিত্। তাঁর দায়িত্বজ্ঞান সকলকে অনুপ্রাণিত করার মতো। তাই হরজিতের পদোন্নতি করা হয়েছে।
On directives of Chief Minister @capt_amarinder, @DGPPunjabPolice promotes ASI Harjeet Singh as SI for exemplary courage in Patiala Subzi mandi attack. 3 other @PunjabPoliceInd officials & 1 Mandi Board official injured in incident on #COVID19 duty awarded DG’s Commendation Disc. pic.twitter.com/RolOUi4aPe— CMO Punjab (@CMOPb) April 16, 2020
Social Plugin