করোনা লড়াইয়ে সামিল দেশের আপামর জনগণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার বেতার অনুষ্ঠান ‘মন কি বাত'-এ জাতির উদ্দেশে ভাষণ দিলেন। প্রতি মাসের শেষ রবিবার এই ভাষণ দেন প্রধানমন্ত্রী। এবারের ‘মন কি বাত'-এ প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়েই কথা বলেন।
তিনি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে আর্জি জানান রমজানে আরও বেশি করে ‘ইবাদত' করার জন্য। তিনি বলেন, মুসলিমদের উচিত বেশি করে ‘ইবাদত' করা যাতে ইদের আগেই বিশ্ব করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত হয়। তিনি বলেন, ‘এই রমজানকে সেবা-সমবেদনার প্রতীক হিসেবে দেখতে হবে, আগের মতো বাইরে গিয়ে মানুষ উত্সব পাল না করে, সংযম দেখাচ্ছেন, ঘরে বসেই মানুষ উৎসব পালন করছেন। যাঁরা সোশাল ডিসটান্সিং মানতে বলছেন, তাঁদের প্রতিও দেশ কৃতজ্ঞ’।
Social Plugin