স্থান পরিবর্তন কাশিয়াডাঙ্গা কাঁচামাল বাজারের
রেহান আসিফ, কাশিয়াডাঙ্গাঃ গোটা বিশ্বে এখন একটাই আতঙ্ক আর তা হল করোনা। এই করোনার জেরে দীর্ঘ্য একমাসের বেশিদিন ধরে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। সরকারি নির্দেশ সর্বদা দূরত্ব বজায় রাখার। সেই নির্দেশ মেনে প্রথমদিকে চলছিল কাশিয়াডাঙ্গায় কাঁচাবাজারে কেনাবেচা,ফলে বাজার করতে ব্যয় হচ্ছিল প্রচুর সময়।তাই কিছুদিন যেতে না যেতেই গ্রামবাসী ধৈর্য হারায় এবং সামাজিক দূরত্ব লংঘন করে ভীড় জমায় বাজারে।
তাই বাজার কমিটি গতকাল সকালেই বন্ধ করে বাজার এবং প্রত্যেক বিক্রেতাকে পাড়ার বিভিন্ন স্থানে বসতে নির্দেশ দেয়। ফলে কাঁচামাল বাজারে বজায় রয়েছে দূরত্ব বলে জানা যায় আমাদের সংবাদ প্রতিনিধির মাধ্যমে।
Social Plugin