৭ থেকে ১৩ এপ্রিল 'ভার্চুয়াল ক্লাস' এর ঘোষণা হলেও কোনদিন কিভাবে ক্লাস হবে তা দুদিনের মধ্যেই শিক্ষা পোর্টালে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও মাঝপথে স্থগিত হয়ে যাওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে ১৫ এপ্রিলের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে গতকাল জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। 

কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল করল শিক্ষা দফতর।আজ একটি ভিডিও বার্তায় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দূরদর্শনের মাধ্যমে ক্লাস নেওয়ার বিষয়টি আপাতত স্থগিত করা হচ্ছে।

কারণ হিসেবে পার্থবাবু বলেন, “শিক্ষকরা যে সময়ে ক্লাস নিতে চাইছেন আর অভিভাবকরা যে সময়টা চাইছেন তারমধ্যে কোনও সামঞ্জস্য থাকছে না। তাই ৭-১৩ এপ্রিল দূরদর্শনের স্লট নেওয়ার যে পরিকল্পনা ছিল তা আপাতত স্থগিত কড়া হচ্ছে।”


তবে বাংলার শিক্ষা পোর্টালে বিষয় অনুযায়ী হোম টাস্ক দেওয়ার যে কথা ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী- তা দেওয়া হবে বলে জানান তিনি। 

বিস্তারিত শুনুন ভিডিওতে-