করোনার জন্য খরচে লাগাম দিতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বর্তমান পরিস্থিতিতে নতুন নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। একইসঙ্গে স্থগিত করে দেওয়া হল নতুন প্রকল্পও। 

দেখে নিন একনজরে-

১. কোন নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে না। এটি সমস্ত নির্মাণ সক্রিয়দের জন্য প্রযোজ্য জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যতীত । যদি কোনও নতুন পরিকল্পনা গ্রহণ করতে হয় তবে ফিনান্স ডিপার্টমেন্টের অনুমতি নিতে হবে।

২. চালু থাকা প্রকল্পগুলোর কোনও ক্ষেত্রেই ফিনান্স ডিপার্টমেন্টের পূর্ব অনুমোদন ব্যতীত করা হবে না।

৩. যানবাহন, কম্পিউটার, আইটি রিলেটেড মালপত্র, ফার্নিচার, এসি, জল কুলার, টেলিভিশন, অফিসের উপকরণ কেনা যাবে না।

৪. ব্যবহারের জন্য খুবই প্রয়োজনীয় নির্মাণ যেমন স্কুল, কলেজ, লাইব্রেরি, হাসপাতাল অথবা যেকোনো প্রতিষ্ঠান গড়তে হলে ফিনান্স ডিপার্টমেন্টের অনুমতি নিতে হবে।

৫. সরকারী কর্মকর্তাদের চেম্বার সহ অফিসের ভবনগুলির সংস্কার, সাজসজ্জা, গৃহসজ্জা ইত্যাদিতে কোনও ব্যয় অনুমোদিত হবে না।

৬. ফিনান্স ডিপার্টমেন্ট সুনির্দিষ্টভাবে অনুমতি না দিলে অতিরিক্ত বাহনের কোনও ভাড়া নেওয়া হবে না।

৭. ফিনান্স ডিপার্টমেন্টের অনুমতি ছাড়া জনবল নিয়োগ / নিযুক্তকরণ হবে না।

৮. সভার রিফ্রেশমেন্ট ইত্যাদি ন্যূনতম রাখতে হবে।

৯. দেশের সমস্ত সার্ভিস অফিসারদের (IAS, IPS, IFS) সাথে বাড়ির জন্য অগ্রিম কোনও অর্থ প্রদান করা হবে না।

১০. ভ্রমনের ক্ষেত্রেও শ্রেণিকরণ করা যাবে না ইকনমি ক্লাসে। 

১১. জিপিএফ থেকে টাকা তোলা যাবে শুধু চিকিৎসা, শিক্ষা ও বিবাহ ক্ষেত্রে।

১২. মোটর সাইকেল অথবা কম্পিউটারের অ্যাাডভান্স করা যাবে না।


ব্যতিক্রম

১. সবরকম বেতন, মজুরি ও পেনশন।

২. সমস্ত সামাজিক ও কল্যাণময় স্কিম কন্যাশ্রী, রপশ্রী, জয় বাংলা, সামাজিক সুরক্ষা যোজনা, শিক্ষাশ্রী, বাংলা ফসল বিমা যোজনা, স্বাস্থ্য সাথী ইত্যাদি।

৩. ১৪ ও ১৫ তম কমিশনের সেন্ট্রাল সেক্টর স্কিম।

৪. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর অনুমোদিত কোভিড-১৯ সহ সকল প্রকার স্বাস্থ্য সম্পর্কিত দ্রব্য।