Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড়সড় বিপদ থেকে রক্ষা! করোনার আবহে পরিবর্তন ওজন স্তরে-আশার বাণী বিজ্ঞানীদের


বিশ্ব এখন করোনা যুদ্ধে লিপ্ত, সারা বিশ্ব স্তব্ধ, স্তব্ধ মানব জীবন l লক ডাউন চলছে বিশ্বের সমস্ত উন্নত দেশগুলিতে l আমেরিকা, ইটালি, ফ্রান্স, ব্রিটেন, চিন, সৌদি আরব, ইরান, ইসরায়েল, রাশিয়া, ভারত কোন দেশে নেই এই করোনার ত্রাস আর এই ত্রাস মানব সভ্যতাকে করেছে গৃহ বন্দী l

তাবড় তাবড় দেশ হিমশিম খেয়ে যাচ্ছে এই লড়ায়ে, মৃত্যু দুই লক্ষাধিক, আক্রান্ত বেড়ে চলেছে হুহু করে l বৃহৎ শিল্প উৎপাদন থেকে ক্ষুদ্র শিল্প আজ স্তব্ধ বিশ্ব জুড়ে, আকাশ পরিবহন থেকে স্থল পরিবহন স্তব্ধ l করোনা মহামারী হয়ে অভিশাপ হিসেবে নেমে এসেছে পৃথিবীর বুকে l প্রত্যেক আলোর পরে যেমন ছায়ার উপস্থিতি থাকে তেমনি অভিশাপের পাশাপাশি কিছু ক্ষেত্রে আশীর্বাদও হাত ছানি দেয় l 

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে


নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে

নিয়মিত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে


এরকমই আশার বাণী শোনালেন এক দল বিজ্ঞানী l The Copernicus Climate change Service (C3S) এবং Copernicus Atmosphere Monitoring Service (CAMS) এর গবেষক দল ওজন স্তরের উন্নতির কথা জানালেন l তাঁদের দাবী উত্তর গোলার্ধে ওজন স্তরের গর্ত প্রায় ভরে যেতে চলেছে যা 2020 সালের সবথেকে বিস্ময়কর ঘটনা, যা প্রায় এক মিলিয়ন স্কয়ার কিমি জুড়ে বিস্তৃত l শুধু উত্তর মেরু নয় দক্ষিণ মেরুতেও এই পরিবর্তন লক্ষ্য করা গেছে l এটি প্রথম পর্যবেক্ষণ করা হয় এ বছর মার্চে l বিজ্ঞানীদের দাবী প্রকৃতি নিজেই তার মেরামত করে নিয়েছে তবে জানান এটা সম্ভব হয়েছে শুধু মাত্র লক ডাউনের জন্য l 

এই দীর্ঘ লক ডাউনই ওজন স্তরের পরিবর্তন নিয়ে আসছে যা স্বাভাবিক মানব সভ্যতা চলাকালীন ছিল অসম্ভব l পৃথিবীতে শিল্প উৎপন্ন ক্লোরিন ব্রোমিনের মত রাসায়নিক, ক্লোরো ফ্লুর কার্বন, কার্বন মনোঅক্সসাইড, সালফার ডাই অক্সসাইড ওজন স্তরে ফুটো করার জন্য দায়ী l বর্তমান পরিস্থিতিতে এসবের উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ থাকায় ওজন স্তরের এই পরিবর্তন l ওজন স্তর পৃথিবীর বায়ুস্তরের অন্যতম গুরুত্বপূর্ণ স্তর যা সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশে বাঁধা দেয়, কিন্তু এতে গর্ত থাকলে অতি বেগুনি রশ্মি বায়ুমন্ডলে প্রবেশের ফলে মানবদেহে দেখা যায় ত্বকের ক্যান্সারের মত জটিল রোগ l বিজ্ঞানীরা দাবী করেছেন এই সময়ে দূষণের মাত্রা ব্যাপকভাবে কমায় এই পরিবর্তন দেখা গিয়েছে যা পৃথিবীর আবহাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ l

Ad Code