বর্তমান পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানিয়েছেন-
"প্রিয় ছাত্রছাত্রীরা, কোভিড-১৯ (নভেল করােনা) অসুখের কারনে আমরা সবাই গৃহবন্দী। তােমরাও। এই সময় তােমাদের পড়াশুনাে যাতে একদম বন্ধ হয়ে না যায়, সেই জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষাবিভাগ বেশ কিছু ব্যবস্থা নিয়েছে।
১। বাংলার শিক্ষা ক্লাসরুম আপাতত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা, যারা আগামী বছরে বাের্ড পরীক্ষার সম্মুখীন হবে, তাদের জন্য, আগামী ৭ই এপ্রিল, ২০২০ থেকে ১৩ এপ্রিল, ২০২০, প্রতিদিন একঘণ্টা করে এবিপি আনন্দ চ্যানেলে, বিকেল ৩ টে থেকে একটি অনুষ্ঠান আয়ােজন করা হচ্ছে, যেখানে অভিজ্ঞ শিক্ষকেরা একটি বিষয়ের একটি নির্দিষ্ট অধ্যায়ের উপর আলােচনা করবেন। (অনুষ্ঠানসূচী দেখ বাংলার শিক্ষা পাের্টালে)।
ছাত্রছাত্রীরা অনুষ্ঠানের আগের দিন সন্ধ্যে ৬ টা পর্যন্ত bsclassroom2020@gmail.com -এ ই-মেল করে বা ৯৭৪৮২১৭২০১ নাম্বারে হােয়াটস অ্যাপ করে প্রশ্ন করতে পারবে। অনুষ্ঠান চলাকালীন ফোন করেও প্রশ্ন করা যাবে। প্রশ্ন পাঠানাের সময় নিজের নাম, ক্লাস, স্কুলের আর জেলার নাম বলতে ভুলাে না। অনুষ্ঠান শেষে বাড়িতে বসে করার জন্য একটি অ্যাকটিভিটি টাস্ক দেওয়া হবে, যা বিদ্যালয় খুললে স্কুলের শিক্ষকের কাছে জমা করতে হবে।
২। বাংলার শিক্ষা অনলাইন
অন্য সব ক্লাসের শিক্ষার্থীরাও যাতে নিয়মিত বাড়ীতে বসে পড়াশুনাে করতে পারে তাই বিদ্যালয় বন্ধ থাকাকালীন বাড়ীতে বসে করার জন্য প্রতিটি বিষয়ে, প্রথম সামেটিভ পরীক্ষার পাঠ্যসূচীর ভিতর থেকে একটি করে অ্যাকটিভিটি টাস্ক অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, যা ওই বিষয়ের খাতায় অনুশীলন করে বিদ্যালয় খুললে স্কুলের শিক্ষকের কাছে জমা করতে হবে। মডেল অ্যাকটিভিটি টাস্ক বাংলার শিক্ষা পাের্টালে (https://banglarshiksha.gov.in) বা এডুকেশন হেল্পলাইনে ( ১৮০০ ১০২ ৮০১৪) ফোন করে পাওয়া যাবে। প্রয়ােজনে বিদ্যালয়ের শিক্ষকের সহায়তা নেবে এসএমএস, ই-মেইল, ফোন বা হােয়াটসঅ্যাপের মাধ্যমে। তাঁদের উপদেশ অনুযায়ী অনুশীলন শেষ করবে। মন দিয়ে পড়াশুনাে করাে। তােমাদের সুবিধার জন্য বেশ কিছু ই-কনটেন্ট দেওয়া হচ্ছে ওই পাের্টালে।
ঘর থেকে বেরােবে না। সুস্থ থাকো, ভালাে থাকো।"
আরও পড়ুনঃ রেশন নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ সুজন চক্রবর্তীর
Social Plugin