Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা সচেতনতার প্রচারে নিগমনগরে বিশেষ উদ্যোগ



SER-20: মারণ ভাইরাস করোনার সংক্রমণ রুখতে একমাত্র উপায় "সোশ্যাল ডিস্ট্যান্সিং" অর্থাৎ সকলের থেকে নিরাপদ দূরত্ব মেনে চলা। শহরাঞ্চলে এটা মোটামুটি দেখা গেলেও গ্রামাঞ্চলে বা শহরতলীতে প্রায়শই দেখা যাচ্ছে জনসমাগম। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হিসেবে খোলা রাখা মাছ ও সবজি বাজারে লোকজন মেনে চলছে না এই নিরাপদ দূরত্ব। তাই জনসাধারণকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিলো দিনহাটা ভিলেজ- ২ নং গ্রাম পঞ্চায়েত।

মঙ্গলবার দিনহাটা ২নং গ্রাম পঞ্চায়েত এর উদ্যোগে ও স্থানীয় পঞ্চায়েত সদস্য শ্রী সন্তোষ বর্মন মহাশয়ের উপস্থিতিতে নিগমনগরে রাস্তায় আল্পনা এঁকে দেওয়া হলো। আল্পনায় ভাইরাস ও ঘরের ছবি এঁকে "বাড়িতে থাকুন সুস্থ থাকুন" বার্তা দেওয়া হয় জনসাধারণের উদ্দেশ্যে। এলাকাবাসী গ্রাম পঞ্চায়েত এর এই উদ্যোগে খুব খুশী।

পঞ্চায়েত সদস্য সন্তোষবাবু বলেন,"এই মারণ ভাইরাসের বিরুদ্ধে আমরা সর্বদা জনসাধারণের পাশে আছি, তাদের সাথে আছি। আমরা সবরকমভাবে মানুষকে সচেতন করে চলেছি সুস্থ থাকার জন্য।"

Ad Code