সারা দেশে চলছে লক ডাউন, করোনা গ্রাসে আতঙ্ক বিশ্ব জুড়ে l ভারতে করোনা আক্রান্ত বিশ হাজারের কাছাকাছি, পশ্চিমবঙ্গও বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা l ইতি মধ্যে কেন্দ্র থেকে প্রত্যেক রাজ্য সরকার যুদ্ধ কালীন তৎপরতায় করোনা মোকাবিলা করে চলেছে l সারা দেশে দিন আনা দিন খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার, অনেক সংগঠন ও ব্যক্তিবর্গ l
কিন্তু এক অন্য ভাবনা নিগমনগরের বাসিন্দা কল্যাণ সোম, বিশ্বজিৎ ভট্টাচাৰ্য, পাপাই ঘোষ, তপন কর্মকার, রনি দেব, শুভজিৎ বর্মন, গনেশ ঘোষ ও পূর্ণেন্দু চক্রবর্তীর মত ব্যক্তিদের, তাঁরা এগিয়ে এলেন পথ চলতি কুকুরদের কথা ভেবে l এই লক ডাউনে যেখানে সাধারণ মানুষ নিজেদের অন্ন জোগান নিয়ে চিন্তায় আছেন, তাই এই পথ চলতি কুকুরদের এই অবস্থায় খাবারের অভাবে ভুগছে l এই পথ চলতি কুকুরদের আহারের ব্যবস্থা করলেন তাঁরা l
আজ প্রথম দিনে মাংস ও ভাত দেওয়া হয়েছে l পরের দিনগুলিতে মাছ, মাংস ভাতের ব্যবস্থা করবেন বলে তাঁরা জানান l
উদ্যোক্তাদের মধ্যে কল্যাণ সোম জানান, এই মহামারীতে পথ চলতি কুকুরগুলির বেহাল অবস্থা দেখে তাঁরা এগিয়ে আসেন, যত দিন লক ডাউন চলবে তাঁরা কুকুরগুলির আহারের ব্যবস্থা করবেন এবং সমাজের সকল মানুষকে এগিয়ে আসার অনুরোধ করেন l তাঁদের এই মহতী উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা l
Social Plugin