শুকারুর কুঠি,দিনহাটা -23 এপ্রিল: কোভিড - ১৯ নাম টি শুনলেই সারা শরীর যেন শিউরে ওঠে। সারা পৃথিবী যখন করোনা ভাইরাসে আক্রান্ত। তখন কত অসহায় দুঃস্থ মানুষের হাহাকার শোনা যায় চারপাশে। এই দুঃস্থ অসহায় মানুষের পাশে সবাই দাঁড়াতে চায় সাধ্যমতো। ঠিক শুকারুর কুঠিতে 2018 সালে আত্মপ্রকাশ করেছিল THE HELPING HAND নামক একটি সংস্থা। সেখান থেকে নিয়মিত মানুষের জন্য ,সমাজের জন্য কিছু কিছু করা হয়। এই মহামারীতে এই সংস্থার সদস্যরা জমায়েত না হয়ে ,সবাই নিজের নিজের এলাকার দুঃস্থ পরিবারের পাশে থাকছে।
●মানুষকে বিভিন্ন ভাবে সচেতন করছে। কখনো বা পথ লিখনের মাধ্যমে।
●দুঃস্থ মানুষদের পাশে সর্বদাই আছে the helping hand সেচ্ছা সংস্থাটি। আজ শুকারুর কুঠি অঞ্চলের 100 জন প্রতিবন্ধীদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো এই সংস্থার পক্ষ থেকে,যতদিন থাকবে লক ডাউন ততদিন কিছু পরিষেবা দেওয়া হবে এই সংস্থাটির পক্ষ থেকে।
Social Plugin