ভেটাগুড়িতে খুঁজে পাওয়া গেল এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে। জানা গেছে মহিলার নাম চাল্কি বর্মন। বয়স ৪৫ বছর। ৬দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। বারোভিটা মাতালহাটের বাসিন্দা চাল্কি বর্মন মানসিক ভারসাম্যহীন, কথা বলতে পারে না। হঠাৎই বাড়ির লোকেরা কয়েকদিন ধরে খুঁজে পাচ্ছে না। পরে বাড়ির লোক ভেটাগুড়ি সাউথ কর্নার ক্লাবে সে কথা জানান।
করোনা সংক্রমণের জেরে দেশ লক ডাউনে। এমন পরিস্থিতিতে দুঃস্থ, অসহায় পরিবারগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে গ্রামে গ্রামে চাল, ডালসহ খাদ্য দ্রব্য বিতরণ করার সময় ক্লাবের লোকেরা ওই মহিলাকে রাস্তায় পড়ে থাকতে দেখে, তাঁকে উদ্ধার করে ও দুপুরের আহারের ব্যবস্থা করে। যেহেতু, পরিবারের পক্ষ থেকে আগেই ওই মহিলার ছবি পাঠিয়ে দিয়েছে তাই ক্লাবের লোকেদের ওই মহিলাকে দেখে চিনতে অসুবিধা হয়নি। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া বাড়িতে হয়। পরে বাড়ির লোক জন এসে তাঁকে বাড়ি নিয়ে যায়।
ভেটাগুড়ি সাউথ কর্নার ক্লাবের সম্পাদক জানান, ''ত্রাণ দিতে যাওয়ার সময় আমরা ওনাকে রাস্তায় পরে থাকতে দেখে উদ্ধার করে দেখতে পারি যে মহিলার খোঁজের জন্য আমাদের ছবি দিয়েছে উনিই সেই সঙ্গে বাড়িতে খবর দেওয়া হয়। বাড়ির লোকজন এসে তাঁকে বাড়ি নিয়ে যায়। ৬দিন ধরে কোথায় ছিল, কিভাবে ছিল কোনও কিছুই জানাতে পারে নি। উনি মানসিক ভারসাম্যহীন, কথা বলতে পারে না। পরিবারের হাতে তুলে দিতে পেরে আমরা খুশি।"
Social Plugin