এবার বেশ কিছু সতর্কতা অবলম্বন করে দ্বিতীয় পর্যায়ে মিড-ডে-মিলের চাল-আলু বিতরনের নির্দেশিকা জারি হয়েছে রাজ্যে। নির্দেশিকায় জানানো হয়েছে-
১। চাল ও আলু সংগ্রহের জন্য অভিভাবক/ অভিভাবিকাদের উপস্থিত হতে হবে।
২। সামাজিক দূরত্ব মেনে ও মাস্ক পড়ে হাজির হতে হবে সকলকে।
৩। একদিন একটি শ্রেণির ছাত্রছাত্রীদের অভিভাবক/ অভিভাবিকাকেই চাল ও আলু দেওয়া হবে।
৪। স্যানিটাইজেশন এর ব্যবস্থা রাখতে হবে।
৫। অভিভাবক/ অভিভাবিকাদের সাথে ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে হবে।
আরও পড়ুনঃ দ্বিতীয় দফায় চাল,আলু সরবরাহকে সমর্থন ও বেশ কয়েকটি বিষয়ে পরামর্শ সহ সরকারকে খোলা চিঠি ABPTA-এর
কোচবিহার জেলায় আগামী ২০ এপ্রিল থেকে মিড-ডে-মিলের চাল-আলু দ্বিতীয় পর্যায়ে দেওয়া হবে।
একটি নির্দেশিকায় জানানো হয়েছে পূর্বের মতন শুধু অভিভাবকেরাই বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত থাকবেন। এবার ৩ কেজি চাল, ৩ কেজি আলু দেওয়া হবে। দেখে নিন কোচবিহার জেলায় কোনদিন কোন শ্রেণি কখন উপস্থিত থাকবেন।
মিড-ডে মিলের আওতায় চাল ও আলু বিতরণের সময়সীমা
|
|||
তারিখ
|
সময়
|
শ্রেণী (প্রাইমারি)
|
শ্রেণী
(আপার প্রাইমারি)
|
19.04.2020
|
১0টা থেকে ১২.৩০
|
বিদ্যালয় প্রাঙ্গন পরিষ্কার করা,
নিরাপদ দূরত্বে
থেকে স্যানিটাইজার,
মাস্ক, হ্যান্ডওয়াশ
ব্যবহার করা
|
|
দুপুর ১টা
|
স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দ্বারা সচেতনতা শিবির
|
||
20.04.2020
|
১০টা থেকে ১টা
|
প্রথম
শ্রেণী
|
পঞ্চম
শ্রেণী
|
২টা থেকে ৫টা
|
দ্বিতীয়
শ্রেণী
|
পঞ্চম
শ্রেণী
|
|
21.04.2020
|
১০টা থেকে ১টা
|
তৃতীয়
শ্রেণী
|
ষষ্ঠ
শ্রেণী
|
২টা থেকে ৫টা
|
চতুর্থ
শ্রেণী এবং বিদ্যালয় প্রাঙ্গন পরিষ্কার
|
ষষ্ঠ
শ্রেণী
|
|
22.04.2020
|
১০টা থেকে ১টা
|
|
সপ্তম
শ্রেণী
|
২টা থেকে ৫টা
|
|
সপ্তম
শ্রেণী
|
|
23.04.2020
|
১০টা থেকে ১টা
|
|
অষ্টম
শ্রেণী এবং অবশিষ্ট
ছাত্রছাত্রী
|
২টা থেকে ৫টা
|
|
অষ্টম
শ্রেণী এবং বিদ্যালয় প্রাঙ্গন পরিষ্কার
|
Social Plugin