করোনা মহামারিতে লকডাউন চলায় সাধারণ মানুষের যাতে অন্নসংস্থানে কোনো অসুবিধা না হয় সেজন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। প্রথমে কার্ড পিছু  ২ কেজি চাল অথবা ৩ কেজি করে গম দেওয়ার কথা বলা হয়েছিল। বর্তমানে তার পরিমান বাড়ানো হয়েছে। 

এই বর্ধিত হারেই রেশন প্রাপকরা আগামী ১মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত রেশন পাবেন। দেখে নিন কার্ড অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণের হার ও তার মূল্য:
pic source: Social Media, সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য

১) অন্ত্যদয় যোজনার অন্তর্গত অর্থাৎ AAY কার্ড উপভোক্তাগন মাসিক ১৫ কেজি চাল ও ২০ প্যাকেট আটা পাবেন পরিবার পিছু এবং কার্ড প্রতি আরও ৫ কেজি চাল অতিরিক্ত পাবেন। 

২) অগ্রাধিকার প্রাপ্ত পরিবার (PHH) এবং বিশেষ পরিবার (SPHH) উপভোক্তাগন কার্ড পিছু মাসে ৭ কেজি করে চাল ও ৩ প্যাকেট করে আটা পাবেন বিনামূল্যে।

৩) রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-১ অর্থাৎ RKSY-I উপভোক্তাগণ কার্ড পিছু মাসিক ৫ কেজি করে চাল পাবেন বিনামূল্যে।

৪) রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-২ অর্থাৎ RKSY-II উপভোক্তাগণ মাসিক ৫ কেজি করে চাল বিনামূল্যে পাবেন।

এরকমই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। কিন্তু ফুড সাপ্লাই অফিস থেকে এমন কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। দিনহাটা ও কোচবিহারের দপ্তরে খোঁজ করা হলেও এরকম কোনও খবর পাওয়া যায়নি। তাই মে মাসের রেশন নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।  
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে
নিয়মিত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে