বিশ্ব এখন করোনা যুদ্ধে লড়াই করে চলছে, এই অতিমারিতে ভারতও পিছিয়ে নেই l লক ডাউন চলছে দিন ছাড়িয়ে মাসে, এর মধ্যে কেন্দ্র সরকার কিছু ক্ষেত্রে শিথিল করলেও আশার আলো এখনো দেখা যায়নি, ক্রমশ বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা পিছিয়ে নেই আমাদের রাজ্যও l
এই মহামারীতে সব থেকে বিপদে পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলি, তাঁদের যে রোজগারের পথ বন্ধ l কেন্দ্র থেকে রাজ্য সরকার বিভিন্ন ভাবে সাহায্য করলেও নিত্যপ্রয়োজনে তা যথেষ্ট নয় l এই সময় তাঁদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ l এরকমই দিনহাটা পৌরসভার ২ নং ওয়ার্ডের মতিলাল লেনের পঞ্চাশটি পরিবারের পাশে চিকিৎসক ডাঃ অজয় মন্ডল l
আজ পরিবারগুলির হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় দ্রব্য l ছিটমহলবাসী থেকে শুরু করে সাফাই কর্মী, হরিজন শিশুর পাশে এই দুর্দিনে এগিয়ে এসেছেন এই চিকিৎসক l চিকিৎসকের এই প্রচেষ্টায় খুশি এলাকাবাসী ।
Social Plugin