জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের যোদ্ধারটারি বুথের গ্রাম পঞ্চায়েতের বাড়ির সামনেই চলছে জুয়ার আসর তবুও হেলদোল নেই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। একদিকে লকডাউন করোনার আতঙ্কে গোটা বিশ্ব অপরদিকে লকডাউনকে তোয়াক্কা না করেই দেদার চলছে জুয়ার আসর।

ময়নাগুড়ি ব্লকের একটি স্বেচ্ছাসেবি সংগঠন আস্থা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে জানা যায় ,বিগত কয়েক বৎসর ধরে মাহুতের বাড়ি কলোনি টারি এলাকায় চলছে জুয়ার আসর। অপরদিকে সেই এলাকায় যোদ্ধারটারি বুথের গ্রাম পঞ্চায়েতের বাড়ি এবং গ্রাম পঞ্চায়েতের বাড়ির সামনেই চলছে জুয়ার আসর তবুও কোন হেলদোল নেই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। 

গোপন সূত্রে খবর পেয়ে আমরা সেই যায়গায় পৌঁছাই।আমাদের দেখেই তারা সবাই পালাতে শুরু করে এবং চা-বাগানে লুকিয়ে পরে অনেক খোজাখুজি করার পরও তাদের দেখা মেলেনি। 

গ্রাম পঞ্চায়েত নিলিমা রায় বলেন, আমরা মানা করার সত্বেও কোন কথা শোনে না এবং তিনি আশ্বাস দেন পরবর্তীতে আর কোন জুয়ার আসর বসবে না।