দেশের প্রথম রাজ্য হিসেবে লকডাউন বাড়ানোর কথা জানিয়ে দিল ওড়িশা। করোনা সংক্রমণ রুখতে সারা দেশে ২১ দিনের লক ডাউন চলছে। লক ডাউন আরও বাড়বে কিনা সে নিয়ে মানুষের মনে প্রশ্ন চলছেই। এর মাঝেই গতকাল বিরোধীদল গুলির সাথে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক ডাউন বাড়ানোর স্পষ্ট ইঙ্গিত দেন। মনে করা হচ্ছে আগামী শনিবার মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকের পর লক ডাউন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র। এরই মাঝে ওড়িশা সরকার ৩০শে এপ্রিল পর্যন্ত লক ডাউন ঘোষণা করল।
রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক কেন্দ্রকে অনুরোধ জানিয়েছেন, ৩০ এপ্রিল পর্যন্ত ট্রেন ও বিমান চলাচল বন্ধ রাখার জন্য। একটি বিবৃতিতে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ‘‘ওড়িশার মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে লকডাউনকে সম্প্রসারিত করা জন্য। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও অনুরোধ জানানো হচ্ছে এমনটা করার জন্য।''
একটি বিবৃতিতে নবীন পট্টনায়েক জানিয়েছেন, ‘‘করোনা ভাইরাসের মতো বিপদ গত একশো বছরে মানব সভ্যতার সামনে আসেনি। জীবন আর এক রকম থাকবে না। এটা আমাদের সকলকে বুঝতে হবে এবং একসঙ্গে সাহসী হয়ে এর সম্মুখীন হতে হবে।''
Odisha Cabinet headed by CM @Naveen_Odisha decided to extend the state lockdown till April 30th & recommended Union Government to extend the national lockdown till then. CM requested the GoI not to start train & air services during the lockdown. #OdishaFightsCorona pic.twitter.com/2hjTGqR0y6— CMO Odisha (@CMO_Odisha) April 9, 2020
ওড়িশা সরকার আরও জানিয়েছে, ‘‘শিক্ষা প্রতিষ্ঠানগুলি ১৭ জুন পর্যন্ত বন্ধ থাকবে। মানুষের খাদ্যের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৃষি, পশুপালন জাতীয় কার্যগুলি করার অনুমতি দেওয়া হবে, তবে সামাজিক দূরত্ব মেনে। এছাড়া মালবাহী পরিবহনের স্বাভাবিক চলাচলে অনুমতি দেওয়া হচ্ছে।''
করোনার প্রকোপের দিকে লক্ষ রেখে বহু রাজ্য ও গবেষকদের তরফে এরই মধ্যে অনুরোধ জানানো হয়েছে লকডাউন না তোলার জন্য।
Social Plugin