Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউন চলাকালীন সম্পত্তি কেনা বেচার জন্য নতুন নিয়ম সাথে ২০ শতাংশ ছাড়



সাধারণ মানুষের সুবিধার্থে সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে রাজ্য সরকারই রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌরহিত্যে বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে। 

মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, ইরেজিস্ট্রেশনের মাধ্যমে সম্পত্তি নিবন্ধীকরণ করলে রেজিস্ট্রেশন ফি'র ক্ষেত্রে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। 

সবকিছু ঠিক থাকলে অর্থ দফতর ডিজিটাল সার্টিফিকেট দেবে। ওই ডিজিটাল সার্টিফিকেট দেখিয়ে আইনের সব প্রক্রিয়া সেরে ফেলা যাবে। 

লকডাউন-এর পরে অবস্থা স্বাভাবিক হলে ক্রেতা ও বিক্রেতা উভয়কে বায়োমেট্রিক তথ্য ও অন্যান্য নথিপত্র দাখিল করলে চলবে।

Ad Code