Latest News

6/recent/ticker-posts

Ad Code

৩০শে এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে রেলের বুকিং! তবে কি বাড়ছে লক ডাউন?


করোনা সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। যদিও ২১ দিনের লক ডাউন চলছে সারা দেশে। এর মাঝেও বাড়ছে সংক্রমণের হার। ভারতের জনগণ এখন একটাই কথা ভাবছে, ১৫ই এপ্রিল কি উঠবে লক ডাউন। কেন্দ্র সরকারের তরফ থেকে লক ডাউন বাড়াবার কথা এখনও কোনো কিছুই জানায়নি। এর মাঝেই আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বুকিং বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করল আইআরসিটিসি। 

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ১৫ই এপ্রিল থেকে বুকিং পুনরায় শুরু হবে বলে গুজব ছড়ালেও তাতে জন ঢেলে দিয়ে রেল কর্তৃপক্ষ জানায়, ২১ দিনের লকডাউন ঘোষণা হওয়ায় ১৫ তারিখের পরে যাত্রার জন্য নির্ধারিত ট্রেনগুলির বুকিং বন্ধই করা হয়নি। তাই 'বুকিং শুরু হয়েছে', বলাটা ভুল। সংবাদমাধ্যমের একাংশও এই ভুল খবর প্রচার করছে বলে জানিয়ে দেয় রেল মন্ত্রক।


আগামী ৩০ এপ্রিলের আগে পর্যন্ত বুকিং থাকছে বন্ধ। আইআরসিটিসি-র তিনটি ট্রেন, ২টি তেজস ট্রেন ও ১টি কাশী মহাকাল এক্সপ্রেসের বুকিং ওই দিন পর্যন্ত স্থগিত থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক।

Ad Code