রঞ্জিত ঘোষ, বাঁকুড়াঃ 

শুশুনিয়া পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পাহাড়। এই পাহাড় তার নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত।

শুশুনিয়া পাহাড় একটি পরিচিত পুরাতাত্ত্বিক ও জীবাশ্ম ক্ষেত্র। এই অঞ্চলে সিংহ, জিরাফ, হায়না ও অন্যান্য অনেক জীবজন্তুর জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিলালিপিটি এই পাহাড়েই অবস্থিত। এখানে একটি ঝরনার মুখে একটি প্রাচীন এক পাথরের নরসিংহ মূর্তি দেখা যায়। শুশুনিয়া ক্যাম্পিং ও পর্বতারোহণ  এর একটি উল্লেখযোগ্য কেন্দ্র। শুশুনিয়া গ্রামের পাথর খোদাই শিল্প খুবই বিখ্যাত। এখানে অনেক প্রস্তরযুগীয় প্রত্নসামগ্রীও পাওয়া গিয়েছে। মনে করা হয়, প্রাচীনকালে রাজা চন্দ্রবর্মণ এখানে একটি দুর্গ নির্মাণ করেছিলেন।

বাঁকুড়ার এই পাহাড়ের জঙ্গলে কয়েক দিন ধরেই আগুন দেখা যাচ্ছিল। বুধবার তা জ্বলে ওঠে দাউদাউ করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আগুনের ছবি। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, গোটা পাহাড়ে আগুন ছড়িয়ে গেছে। পাহাড় জুড়ে আগুন দেখে বহু মানুষ ভিড় জমিয়েছেন শুশুনিয়া পাহাড়ের নীচে।

পাহাড়ের শুকনো পাতায় কোনও ভাবে আগুন লেগে তা ছড়িয়ে পড়েছে বলে আনুমান করা হচ্ছে। একটি সূত্রের খবর, কে বা কারা গতকাল শুকনো পাতায় আগুন লাগিয়ে ছিল। সেটা আয়ত্বের বাইরে বেরিয়ে যায়, চারপাশে ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার বিকেলে খবর দেওয়া হয় দমকলে। শোনা যায়, দমকল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। শেষমেশ ফিরে যায় তারা। সন্ধ্যে থেকে আরও বেশি করে জ্বলে ওঠে পাহাড়ের আগুন। রাতে তা ভয়াবহ আকার নেয়। দূর থেকে দেখা যায় আগ্নেয়গিরির মতো দাইদাউ করে জ্বলছে পাহাড়।

তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। শুনে নিন ভিডিওতে-