Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা মোকাবিলায় আমেরিকা, ব্রিটেনের থেকে এগিয়ে ভারত বলছে সমীক্ষা


বর্তমানে গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধুই করোনা যার মারণ কামড় রীতিমত মহামারির আকার নিয়েছে। বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথে ভারতেও আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে দ্রুতগতিতে। এই সময়ে ভারতের জন্য আশার আলো খোদ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক সমীক্ষা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা সংক্রান্ত সূচক Oxford Cobid-19 Government Response Tracker এর এক সমীক্ষায় জানা গেছে আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন এর মতো দেশের তুলনায় করোনা মোকাবিলায় ভারত অনেক দ্রুততার সাথে কার্যকরী পদক্ষেপ নিয়েছে এবং সক্রিয়তাও দেখাচ্ছে অনেক বেশী।

স্কুল-কলেজ বন্ধের ক্ষেত্রে সক্রিয়তা, সচেতনতার প্রচার, যাতায়াত ও পরিবহন ব্যবস্থায় লাগাম টানা, স্বাস্থ্য ও ঔষধ তৈরিতে বরাদ্দ বাড়ানো, নমুনা পরীক্ষা সংক্রান্ত বেশকিছু বিষয়ের ওপর প্রায় চারমাস ধরে সমীক্ষা চালিয়ে এই তথ্য দেয় গবেষক দলটি।

Ad Code