Latest News

6/recent/ticker-posts

Ad Code

সপ্তাহব্যাপী রক্তদান কর্মসূচী দিনহাটা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের ঘর ছাড়তেই নিষেধ করা হয়েছে। সোশ্যাল সাইট, টিভি চ্যানেলগুলিতয়ে এই নিয়ে দিনভর চলছে সতর্কতামূলক প্রচার। লকডাউনের জেরে তীব্র সংকট তৈরি হয়েছে রক্তের।

রক্তের ঘাটতি মেটাতে দিনহাটায় এগিয়ে এলো এবভিপি সংগঠন। জানা যায়, আজ সংগঠনের দিনহাটা নগর শাখার SFS এর  পক্ষ থেকে সপ্তাহব্যাপী  রক্তদান কর্মসূচী গ্রহন করা হয়েছে।  
আজ এই কর্মসূচীর দ্বিতীয় দিনে  মোট  ১০ জন রক্তদাতা রক্তদান করে। বিশ্বজিৎ বর্মন, বনানা মহন্ত, প্রীতম ঘোষ, সুশান্ত বর্মন, সুজন বর্মনরা জানায়- দেশের এই সঙ্কটকালীন অবস্থায় ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি মেটাতে আমরা বদ্ধ পরিকর।

নববর্ষের শুভেচ্ছাপত্র FREE DOWNLOAD 

Ad Code