সারা দেশে করোনা সংক্রমণের জেরে চলছে লক ডাউন। প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী ৩রা মে পর্যন্ত রয়েছে লক ডাউন। ঘরেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বেশি লোকের জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। চিহ্নিত হয়েছে হটস্পট অঞ্চলও। সাথে সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শও দেওয়া হয়েছে। তবে বিশেষ বিশেষ কাজে বেরোতে পারেন বাইরে। 

যদি আপনি মোটর সাইকেল বা গাড়ি নিয়ে বেরোন তাহলে আপনাকে মানতে হবে কিছু নিয়ম। আপনি কি জানেন সেই নিয়ম গুলি? যদি না জেনে থাকেন তবে জেনে নিন না হলে পড়তে হতে পারে বড়ো সমস্যায়। আর যদি জানেন তবুও জেনে নিন বিস্তারিত। বাড়ির বাইরে বিশে কাজে গিয়ে যেন আপনাকে আটকে না পড়তে হয়। 

ব্যক্তিগত চার চাকা গাড়িতে একসঙ্গে দুই জন সফর করতে পারবেন। সামনের সিটে একজন ও পিছনের সিটে একজন বসতে পারবেন। সামনে বা পিছনে এক সঙ্গে দুইজন বসা যাবে না। 

স্কুটার ও মোটরসাইকেলে এক জনের বেশি সফর করা যাবে না। 

জরুরি পরিষেবায় কর্মরত নাগরিকদের জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা করেছে কেন্দ্র। এই ধরনের কর্মীদের নিয়ে যে সব গাড়ি যাতায়াত করছে সেই গাড়িতে সর্বোচ্চ ক্ষমতার 30-40 শতাংশ যাত্রী নেওয়া যাবে। 

এছাড়াও অফিসে প্রবেশের আগে সব গাড়ি স্যানিটাইজার স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করা বাধ্যতামূলক।