করোনাভাইরাস এর বিরুদ্ধে সারাবিশ্ব এখন লড়াই চালাচ্ছে।বর্তমানে এই রোগের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে একমাত্র উপায় হলো, ভালোভাবে স্যানিটাইজ করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা।
আই আই টি (বি এইচ ইউ)'র মালব্য সেন্টার ফর ইনোভেশন, ইনকিউবেশন এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপের গবেষক শ্রী জিতু শুক্লা সম্পূর্ণ দেহ স্যানিটাইজ করার একটি যন্ত্র উদ্ভাবন করেছেন।এই যন্ত্রটি যেখানে খুশি নিয়ে যাওয়া যাবে এবং স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় কাজ করবে।
যেকোনো জায়গার প্রবেশপথে এটি বসানো যাবে। সেনসর ভিত্তিক এই যন্ত্রের সামনে কোন ব্যক্তি এসে দাঁড়ালেস্বয়ংক্রিয় ভাবে ১৫ সেকেন্ড স্প্রে হবে এবং জামাকাপড়, জুতো সহ পুরো দেহ স্যানিটাইজ করা সম্ভব হবে।
আই আই টি (বি এইচ ইউ)'র মালব্য সেন্টার ফর ইনোভেশন, ইনকিউবেশন এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপের আহ্বায়ক অধ্যাপক পি কে মিশ্র জানিয়েছেন বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে এই যন্ত্রটি তৈরি করা হয়েছে।
তিনি আরো জানান, পুরো দেহ স্যানিটাইজ করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখা, মুখ ঢাকা মাস্ক ব্যবহার করা এবং নির্দিষ্ট সময় অন্তর সাবান দিয়ে হাত ধোওয়া চালিয়ে যেতে হবে।
SOURCE:PIB KOLKATA
SOURCE:PIB KOLKATA
Social Plugin