ভারতে ২ প্রজাতির বাদুরে করোনা ভাইরাস: ICMR

মানুষে সংক্রমণ ঘটানো মারণ ভাইরাস করোনার দেখা মিলছে প্রাণীদের শরীরেও। কয়েকদিন আগে নিউইয়র্কে বাঘের শরীরে করোনার সন্ধান মিলেছিল। এবার উদ্বেগ বাড়িয়ে ভারতেও ২ প্রজাতির বাদুড়ের শরীরে পাওয়া গেলো কোভিড-১৯ ভাইরাস। Indian Council of Medical Research (ICMR)  এর সাম্প্রতিক রিপোর্টে এমনি চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে।

সম্প্রতি জার্নাল অফ মেডিক্যাল রিসার্চের প্রকাশিত ICMR এর রিপোর্ট বলছে ভারতে Indian Flying Fox বা চম্পা বাদুড় এবং Rousettus বা ফল খাওয়া বাদুড়- এই দুই প্রজাতির শরীরে মিলেছে বিটা-করোনা ভাইরাসের ভাইরাল স্ট্রেনের খোঁজ। ICMR এবং পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV) এর সাম্প্রতিক গবেষণায় এই দুই প্রজাতির ২৫টি বাদুড়ের গলা থেকে পাওয়া নমুনায় এই মারণ ভাইরাসের খোঁজ পাওয়া গেছে।

এই দুই প্রজাতির বাদুড়ের শরীরে করোনা ভাইরাসের খোঁজ পাওয়া গেলেও এদের থেকে মানবশরীরে সংক্রমণের আশঙ্কা আছে কিনা সেতা এখনো নিশ্চিতভাবে জানায়নি এই দুই গবেষণা সংস্থা।