Latest News

6/recent/ticker-posts

Ad Code

রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো ডোমকল মহকুমা

করোনা সংক্রমণ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারিদিকে। অন্যদিকে রক্ত সংকটে ভুগছে রাজ্যের বিভিন্ন হাসপাতাল। রক্তের অভাবে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। থ্যালাসেমিয়া আক্রান্ত সহ বহু মানুষ বিপদে। আর এই বিপদ থেকে উদ্ধার করতে এগিয়ে এলো ডোমকল মহকুমা। 

৩০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্য নিয়ে ডোমকল মহকুমা এগোচ্ছে বলে জানিয়েছেন এস ডি পিও মঃ ফারুক চৌধুরী । 

ডোমকল মহাকুমায় SDPO-র আহবানে সাড়া দিয়ে এদিন ডোমকল মাইনরটি সেলের 5 জন ব্যক্তি স্বেচ্ছায় রক্ত দেন। ডোমকল মাইনরটি সেলের কার্যকরী সভাপতি জাহাঙ্গীর আলম জানান- " নিজে রক্ত দিলাম এবং সকল যুবক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো সকলে আপনারা এগিয়ে আসুন স্বেচ্ছায় রক্ত দান করুক। বর্তমানে রক্তের খুব প্রয়োজন সারাবিশ্বে মহামারী করনা ভাইরাস এ প্রাণ কেড়ে নিচ্ছে এবং রক্তর ঘাটতি রয়েছে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রক্ত দেওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন সেই জন্য স্বেচ্ছা রক্তদান করলাম আগামীতে আবারও দিব দিদি আমাদের যখন বলবেন সব সময় প্রস্তুত রয়েছি রক্ত দিতে এবং সকলকে রক্ত দেওয়ার জন্য আবারও আহ্বান জানাচ্ছি।" 

বিস্তারিত শুনুন ভিডিওতে-


Ad Code