সারা দেশে চলছে লক ডাউন, ক্রমশঃ বাড়ছে আক্রান্তের সংখ্যা l এই পরিস্থিতিতে বাদ নেই আমাদের রাজ্য l 

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিগত ভাবে অনেকই এই পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে l করোনার করাল থাবায় অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত প্রান্তিক শহর দিনহাটার ৯ নং ওয়ার্ড এর নিষিদ্ধ পল্লীর শিশুদের পাশে এসে দাঁড়ালেন চিকিৎসক অজয় মন্ডল l 

নিষিদ্ধ পল্লীর শিশুদের পাশাপাশি সাফাই কর্মীদের ছয় মাস থেকে দুই বছরের শিশুদের হাতে তুলে দিলেন খাবার দুধ, বিস্কুট ও চকলেট l বিভিন্ন সংগঠন থেকে বাবা মায়েদের জন্যে চাল ডালের ব্যবস্থা করা হয়েছে তাই শিশুদের কথা ভেবেই এই উদ্যোগ l 

উপস্থিত ছিলেন দিনহাটা থানার আই সি শ্রী সঞ্জয় দত্ত, টাউন বাবু শ্রী রাজু রায়, স্থানীয় কাউন্সিলর শ্রী বিশ্বজিৎ সাহা ও আরও অনেকে l চিকিৎসকের এই মহৎ উদ্যোগে খুশি এলাকাবাসী l

বিস্তারিত ভিডিওতে-