Latest News

6/recent/ticker-posts

Ad Code

বলরামপুরে পথ দুর্ঘটনায় নিহত ১ ও আশঙ্কাজনক ১



তুফানগঞ্জ ১ নং ব্লকের বলরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের কালজানী ব্রিজ সংলগ্ন এলাকায় বাইক ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও গুরুতর আহত ১ যুবক। 

স্থানীয় সূত্রে জানাযায় লকডাউনের সকালে একই বাইকে চেপে তুফানগঞ্জ এর দিকে আসছিলেন দুই যুবক ও চার নাম্বার গেটের  থেকে বলরামপুরের দিকে যাচ্ছিলো একটি মোটর ভ্যান (ভুটভুটি)। বাইক ও মোটর ভ্যানের সংঘর্ষের হঠাৎ বিকট আওয়াজ হলে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। 

আহত ওই দুই যুবককে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য পাঠানো হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিসকরা অর্জুন বর্মনকে মৃত বলে ঘোষণা করেন ও অন্যদিকে আহত আনন্দ বর্মনের অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় কোচবিহার এমজেএন হাসপাতাল ও মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে বলে জানা গেছে। 

মৃত এবং আহত ছেলে দুটির বাড়ি বুড়িরহাট এলাকায়। পুরো এলাকা জুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে। 

এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পৌঁছায় বলরামপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বাইক এবং মোটর ভ্যান দুটোই তারা উদ্ধার করে বলরামপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। 

তবে ঘাতক গাড়ির চালক পলাতক বলে স্থানীয় সূত্রে খবর। শোকের ছায়া নেমে এসেছে গোটা বলরামপুর এলাকায়।

Ad Code