Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা যুদ্ধের অক্লান্ত সৈনিক- সিভিক পুলিশদের শুভেচ্ছা জানালেন চিকিৎসক অজয় মণ্ডল

সমগ্র বিশ্ব আজ স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি পুলিশপ্রশাসনকেও আন্তরিক অভনন্দন জানাচ্ছেন। করোনা যুদ্ধে তারাই তো আজ বীর যোদ্ধা।  আর এই বীরযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে তাদের শুভেচ্ছা জানালেন দিনহাটার চিকিৎসক অজয় মণ্ডল। 

আজ সেই পুলিশ বিভাগেরই অবিচ্ছেদ্য অংশ সিভিক পুলিশদের আজ সম্মান ও উৎসাহ প্রদান করার সাথে সাথে ৬৭ জন বীর সিভিক যোদ্ধাদের হাতে ঠান্ডা কোল্ড ড্রিংকস , জল ও বিস্কুট তুলে দেন তিনি। 
ডাক্তারবাবু জানান- "রোদ জল বৃষ্টি উপেক্ষা করে কিভাবে ওরা করোনার দুর্দিনে লকডাউনকে সফলতা দিতে বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে । ওদের কাছে সব সময় না থাকে পর্যাপ্ত খাবার না থাকে পর্যাপ্ত জল । তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস।"

উপস্থিত ছিলেন দিনহাটা থানার ট্রাফিক ডিপার্টমেন্টের এস আই টিকারাম শর্মা , মনোজ দে , রাজু রায় , অজয় , শিবু শর্মা , পার্থ , অর্ঘ্য কমল সরকার প্রমূখ। 

বিস্তারিত ভিডিওতে-

Ad Code