করোনা ভাইরাসের থাবা গোটা বিশ্বজুড়ে। চিন, আমেরিকা, ভারত সহ বিশ্বের বহু দেশেই করোনা আক্রান্ত। দিন যতই এগোচ্ছে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণের প্রকোপ থেকে বাঁচতে কেন্দ্র সরকার লক ডাউন বাড়িয়ে ৩রা মে পর্যন্ত ঘোষণা করেছে।
কেন্দ্রীয় সরকার আগেই দেশের সব জেলা বা শহরগুলোকে রেড, অরেঞ্জ ও গ্রিন। জোনে ভাগ করার কথা জানিয়েছিল কেন্দ্র। সবথেকে বেশি ও সবথেকে দ্রুতগতিতে সংক্রমণের আশঙ্কাযুক্ত এলাকাগুলো থাকবে রেড জোনে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। গ্রামীণ এলাকায় হটস্পটগুলি ৩ কিমি ব্যাসার্ধে এবং বাফার অঞ্চলে (কমলা জোন) ৭ কিমি ব্যাসার্ধে থাকবে।
কেন্দ্রীয় সরকার আগেই দেশের সব জেলা বা শহরগুলোকে রেড, অরেঞ্জ ও গ্রিন। জোনে ভাগ করার কথা জানিয়েছিল কেন্দ্র। সবথেকে বেশি ও সবথেকে দ্রুতগতিতে সংক্রমণের আশঙ্কাযুক্ত এলাকাগুলো থাকবে রেড জোনে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। গ্রামীণ এলাকায় হটস্পটগুলি ৩ কিমি ব্যাসার্ধে এবং বাফার অঞ্চলে (কমলা জোন) ৭ কিমি ব্যাসার্ধে থাকবে।
দেশের মোট ১৭০টি জেলাকে রেড জোনে রাখা হয়েছে। এছাড়াও অরেঞ্জ জোনে রাখা হয়েছে ২০৭টি জেলাকে। দেশের ৬ মেট্রো শহর ওই তালিকায় জায়গা করে নিয়েছে। কলকাতা, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই। সাথে সাথে রয়েছে জয়পুর ও আগ্রার মতো শহরগুলি। এছাড়া যেখানে তেমন কোনও সংক্রমণ নেই সেগুলিকে গ্রিন জোনে ফেলা হয়েছে।
Cabinet Secy held a video conference today with all Chief Secretaries, DGPs, Health Secretaries, Collectors, SPs, Municipal Commissioners & CMOs where hotspots was discussed&orientation on field level implementation of containment strategy was given: Jt Secy, Ministry of Health https://t.co/3X0sJAHxNa— ANI (@ANI) April 15, 2020
মন্ত্রক আরও জানিয়েছে, রাজ্য ও জেলা প্রশাসনকে সংক্রমণের উৎসের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে কোথায় ভাইরাসের সংক্রমণ বাড়ছে সে ব্যাপারে রিপোর্ট রাখতে। এর উপর ভিত্তি করে হটস্পটের তালিকা বদল করা হবে।
WATCH: Union Health Ministry briefs media on #COVID19 situation in the country (April 15, 2020) https://t.co/HEfWwYJt1E— ANI (@ANI) April 15, 2020
Social Plugin