Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা বিপর্যয়ে মানুষের পাশে দিনহাটা পঞ্চানন অনুগামী মঞ্চ



গত কয়েক দিন থেকে দিনহাটা পঞ্চানন অনুগামী মঞ্চের পক্ষ থেকে চলছে খাদ্য সামগ্রী বন্টন। গতকাল এই মঞ্চের পক্ষ থেকে দিনহাটা মহকুমার অন্তর্গত নিগম নগর, রাণীর হাট, বামনহাট ও বড়শাকদলের ১৬১ টি পরিবারের হাতে তারা চাল তুলে দেন। 

আগামীতে মঞ্চের পক্ষ থেকে পৌরসভা এলাকায় মানুষদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করবেন বলে জানিয়েছেন দিনহাটা পঞ্চানন অনুগামী মঞ্চের সদস্য অশোক রায়। 

মঞ্চের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট জনেরা।

Ad Code