সুজাতা ঘোষ, বাগডোগরা ;
করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন । কাজকর্ম বন্ধ থাকায় কঠিন পরিস্থিতির শিকার হয়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলো। সাধারণ মানুষের কথা মাথায় রেখে তাদের মুখে দু'বেলা দু'মুঠো খাবার তুলে দেওয়ার জন্য নানাভাবে প্রয়াস করে চলেছে কেন্দ্র থেকে রাজ্য সরকার।তবে বর্তমানে দেশের এই দুর্যোগে দেশবাসীর দুঃখ ঘোচাতে একের পর এক সাহায্যের হাত বাড়িয়েছে  অনেক শিল্পপতি, ক্রিকেট তারকা ,বলিউড-টলিউড সহ অন্যান্য সিনে তারকারাও। শুধু তারাই নয় এই পরিস্থিতিতে নিজেদের এলাকার অসহায় দুঃস্থদের সাহায্য করতে দেখা গেল 'উৎসাহ 'গ্রুপের সদস্যদের ।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে


নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে

নিয়মিত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে



বুধবার সকালে শিবমন্দির নিকটবর্তী রবীন্দ্রসরণি এলাকার রবীন্দ্রমোড়ের প্রায়  ১৪০টি পরিবারকে 'উৎসাহ' গ্রুপের পক্ষ দেওয়া হল- ৪ কেজি চাল, ৫০০ গ্রাম মসুর ডাল ,২০০ গ্রাম সরষের তেল এবং ১০০ গ্রাম সয়াবিন । 

গ্রুপের সদস্য পার্থ প্রতিম পাল বলেন- ' বর্তমান পরিস্থিতিতে মানুষের মনোবল বৃদ্ধি ও উৎসাহিত করার জন্যই আমাদের এই উৎসাহ গ্রুপ।'