করোনা আবহে গত মার্চ থেকে লকডাউন জারি হওয়ায় স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এই অবস্থায় বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) নির্দেশিকা জারি করে জানালো বর্তমান শিক্ষাবর্ষের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে জুলাই মাসে। ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের বর্তমান ও পূর্ববর্তী সেমিস্টারের ক্ষেত্রে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এর ওপর ভিত্তি করে গ্রেড দেওয়া হবে।
এদিন UGC এর তরফে জানানো হয়েছে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি চলবে ১ আগস্ট ২০২০ থেকে ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত। পুরোনো শিক্ষার্থীদের জন্য ক্লাস শুরু হবে ১ আগস্ট থেকে। নতুন শিক্ষার্থীদের জন্য বছর শুরু হবে সেপ্টেম্বর মাসে।
নিয়মিত
আপডেট পেতে আমাদের
ফেসবুক পেজে যুক্ত
হতে ক্লিক
করুন পাশের
লিঙ্কে
|
|
নিয়মিত
আপডেট পেতে আমাদের
ফেসবুক গ্রুপে যুক্ত হতে
ক্লিক করুন পাশের
লিঙ্কে
|
|
নিয়মিত
আপডেট পেতে আমাদের
whatsapp গ্রুপে
যুক্ত হতে ক্লিক
করুন পাশের
লিঙ্কে
|
এছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি কোভিড-১৯ সেল থাকবে। শিক্ষার্থীর শিক্ষাবর্ষ বা পরীক্ষা নিয়ে যেকোনো প্রশ্ন বা সমস্যার সমাধান করবে এই সেল
ইউজিসিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনা করে ইউজিসি সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান ও আগের সিমেস্টারের উপর ভিত্তি করে গ্রেড দেওয়া হবে৷ কলেজ বিশ্ববিদ্যালয় সিমেস্টার বাধ্যতামূলক নয়৷ আপাতত সেমিস্টার বাধ্যতামূলক করা হচ্ছে না বলে জানিয়েছে ইউজিসি৷
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানাগেছে-আগামী জুলাইয়ের বদলে সেপ্টেম্বর থেকে শুরু হবে শিক্ষাবর্ষ৷ যেখানে স্বাভাবিক পরিস্থিতি সেখানে জুলাই নাগাদ পরীক্ষা নেওয়া যেতে পারে৷ আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ৷ পিএইচডি, এমফিলের ক্ষেত্রে বাড়তি ৬ মাস সময় দেওয়া হতে পারে৷ ফাইনাল সেমেস্টারের পড়ুয়াদের পরীক্ষা হবে জুলাই মাসে৷ ইউজিসির তরফে জানানো হয়েছে, ‘‘ইন্টারমিডিয়েট পড়ুয়াদের বর্তমান ও বিগত সেমেস্টারের ভিত্তিতে মূল্যায়ন করা হবে৷ পরিস্থিতি স্বাভাবিক হলে জুলাই মাসে পরীক্ষা নেওয়া যেতে পারে৷ চূড়াস্ত সিমেস্টারের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে জুলাইয়ে৷’’
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানাগেছে-আগামী জুলাইয়ের বদলে সেপ্টেম্বর থেকে শুরু হবে শিক্ষাবর্ষ৷ যেখানে স্বাভাবিক পরিস্থিতি সেখানে জুলাই নাগাদ পরীক্ষা নেওয়া যেতে পারে৷ আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ৷ পিএইচডি, এমফিলের ক্ষেত্রে বাড়তি ৬ মাস সময় দেওয়া হতে পারে৷ ফাইনাল সেমেস্টারের পড়ুয়াদের পরীক্ষা হবে জুলাই মাসে৷ ইউজিসির তরফে জানানো হয়েছে, ‘‘ইন্টারমিডিয়েট পড়ুয়াদের বর্তমান ও বিগত সেমেস্টারের ভিত্তিতে মূল্যায়ন করা হবে৷ পরিস্থিতি স্বাভাবিক হলে জুলাই মাসে পরীক্ষা নেওয়া যেতে পারে৷ চূড়াস্ত সিমেস্টারের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে জুলাইয়ে৷’’
Intermediate sem students be graded based on internal assessments,exams be conducted in July in states where COVID-19 situation normal: UGC— Press Trust of India (@PTI_News) April 29, 2020
Social Plugin