Latest News

6/recent/ticker-posts

Ad Code

কলেজ-বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনে একাধিক পরিবর্তন আনলো UGC



করোনা আবহে গত মার্চ থেকে লকডাউন জারি হওয়ায় স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এই অবস্থায় বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) নির্দেশিকা জারি করে জানালো বর্তমান শিক্ষাবর্ষের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে জুলাই মাসে। ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের বর্তমান ও পূর্ববর্তী সেমিস্টারের ক্ষেত্রে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এর ওপর ভিত্তি করে গ্রেড দেওয়া হবে।

এদিন UGC এর তরফে জানানো হয়েছে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি চলবে ১ আগস্ট ২০২০ থেকে ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত। পুরোনো শিক্ষার্থীদের জন্য ক্লাস শুরু হবে ১ আগস্ট থেকে। নতুন শিক্ষার্থীদের জন্য বছর শুরু হবে সেপ্টেম্বর মাসে।

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে


নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে

নিয়মিত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে



এছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি কোভিড-১৯ সেল থাকবে। শিক্ষার্থীর শিক্ষাবর্ষ বা পরীক্ষা নিয়ে যেকোনো প্রশ্ন বা সমস্যার সমাধান করবে এই সেল

ইউজিসিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনা করে ইউজিসি সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান ও আগের সিমেস্টারের উপর ভিত্তি করে গ্রেড দেওয়া হবে৷ কলেজ বিশ্ববিদ্যালয় সিমেস্টার বাধ্যতামূলক নয়৷ আপাতত সেমিস্টার বাধ্যতামূলক করা হচ্ছে না বলে জানিয়েছে ইউজিসি৷

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানাগেছে-আগামী জুলাইয়ের বদলে সেপ্টেম্বর থেকে শুরু হবে শিক্ষাবর্ষ৷ যেখানে স্বাভাবিক পরিস্থিতি সেখানে জুলাই নাগাদ পরীক্ষা নেওয়া যেতে পারে৷ আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ৷ পিএইচডি, এমফিলের ক্ষেত্রে বাড়তি ৬ মাস সময় দেওয়া হতে পারে৷ ফাইনাল সেমেস্টারের পড়ুয়াদের পরীক্ষা হবে জুলাই মাসে৷ ইউজিসির তরফে জানানো হয়েছে, ‘‘ইন্টারমিডিয়েট পড়ুয়াদের বর্তমান ও বিগত সেমেস্টারের ভিত্তিতে মূল্যায়ন করা হবে৷ পরিস্থিতি স্বাভাবিক হলে জুলাই মাসে পরীক্ষা নেওয়া যেতে পারে৷ চূড়াস্ত সিমেস্টারের পরীক্ষার্থীদের পরীক্ষা হবে জুলাইয়ে৷’’

Ad Code