বুধবার রাজ্যের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা।উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতি ও শুক্রবার সিকিম সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৪০ কিলোমিটার ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়া বইবে। বজ্রবিদ্যুৎ-সহ শিলা বৃষ্টি র সম্ভাবনা উত্তরবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আজ কলকাতা দুই ২৪ পরগনা নদিয়া মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। উত্তরবঙ্গের দার্জিলিং সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। সকাল থেকেই আদ্রতা জনিত অস্বস্তি থাকবে কলকাতায়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রী ওপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিক ৩৫.৭ ডিগ্রি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৫৩ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে সিকিম ও উত্তরবঙ্গ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ওড়িশা উপকূল পর্যন্ত। এর প্রভাবেই আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে।
Social Plugin