ছোটোদের জন্য সুখবর, দুরদর্শনে শক্তিমানের পর এবার ছোটা ভীম
লকডাউনে সমস্ত সিরিয়াল, সিনেমার শুটিং বন্ধ থাকায় সাধারণ মানুষের জীবন একঘেয়ে হয়ে উঠেছিল। তাই সমস্ত গৃহবন্দী মানুষের বিনোদনের জন্য বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালগুলির পুনঃপ্রচার শুরু করেছে দুরদর্শন। ছোটদের একসময়ের প্রিয় সুপারহিরো 'শক্তিমান' ও চলছে দুরদর্শনে। এবার তাদের জন্য আতে চলেছে আরেক অতিমানব 'ছোটা ভীম'। সঙ্গে থাকছে তার সঙ্গপাঙ্গ চুটকি, রাজু ও জগ্গু। থাকছে কালিয়া, ধোলু, ভোলু রাও। তবে দুরদর্শনে এই সিরিয়াল লকডাউনের বর্ধিত সময়কাল অর্থাৎ ৩ মে পর্যন্তই চলবে।
এই 'ছোটা ভীম' সিরিয়াল জনপ্রিয় কার্টুন চ্যানেল POGO তে চলে। কিন্তু দুরদর্শনে সম্প্রচারিত হলে তা আরো বেশি সংখ্যক শিশুর কাছে পৌঁছে যাবে। প্রসঙ্গত লকডাউনে দর্শকদের অনুরোধে দুরদর্শনে চলছে আরও দুই জনপ্রিয় পৌরাণিক সিরিয়াল 'রামায়ণ' ও 'মহাভারত'।
Social Plugin