করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে সারা দেশে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে দেশ জুড়ে চলছে ২১ দিনের লক ডাউন, করোনা সংক্রমণ রুখতে যা অত্যন্ত জরুরী। আর এর জেরেই সমস্যায় পড়েছে সমাজের দুঃস্থ পরিবার গুলি। দিন এনে দিন খাওয়া মানুষদের দুবেলা দুমুঠো খাবার জোগাড়ে ব্যর্থ হয়ে পড়ছে। আর তাঁদের পাশে দাড়াচ্ছে বিভিন্ন সংগঠন বা এলাকার যুবক দল গুলি। এমনি নজির মিলল ভেটাগুড়িতেও।
এদিন ভেটাগুড়িতে কয়েকজন যুবক নিজেদের মধ্যে ফান্ড তৈরি করে দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ালো; এলাকার হরি বর্মন, প্রবীর দেবনাথ, সুনীল দেবনাথ, নীতিশ বর্মন, চন্দন দেবনাথসহ আরও কয়েকজন যুবকের উদ্যোগে ২০০ পরিবারের হাতে তুলে দেওয়া হল খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় দ্রব্য। সামাজিক দূরত্ব বজায় রাখতে দূরত্ব মেনে সুরক্ষা বলয় এঁকে দেওয়া হয় তারপর হাত স্যানিটাইজ করে শুরু হয় বন্টন। প্রতিটি পরিবারকে চাল, ডাল, আলু, লঙ্কা, মুড়ি, পেঁয়াজ ও সাবান দেওয়া হয়।
করোনা বিপর্যয়ে মানুষের পাশে থাকতে পারে যেমন খুশি যুবকদল তেমনি খুশি সবাই। এলাকার বিশিষ্ট জনেরা এই যুবকদলের এরুপ উদ্যোগের প্রশংসা করে।
Social Plugin