Latest News

6/recent/ticker-posts

Ad Code

'আমরা যেন অতি উৎসাহ দেখিয়ে কোথাও বেপরোয়া মনোভাব না দেখাই'- প্রধানমন্ত্রী

ফাইল চিত্র 
করোনা পরিস্থিতিতে মন কি বাত নরেন্দ্র মোদী জাতির উদ্দ্যেশে বেশ কিছু বার্তা দিলেন। সারা দেশেই চলছে লক ডাউন। লক ডাউনের জন্য দেশের বিভিন্ন প্রান্তেই বন্ধ স্কুল- কলেজ থেকে দোকান পাঠ। যদিও কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এদিকে এদিন মন কি বাত-এ দেশের করোনা পরিস্থিতি নিয়ে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন কি বাত অনুষ্ঠানে করোনা মোকাবিলায় প্রত্যেকটি রাজ্যের ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে রাস্তায় থুতু ফেলার মতো কুঅভ্যাস ত্যাগ করতে আবেদন জানালেন দেশবাসীর উদ্দেশ্যে। পাশাপাশি গরিবদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

সাথে সাথে দেশের জনগণকে সাবধান করতেও ভোলেননি তিনি। দেশের মানুষকে সাবধান থাকার পরামর্শ দেন। তিনি বলেন, 'সাবধানতা না দেখালেই, দুর্ঘটনা ঘটবে'। তিনি আরও বলেন, 'আমরা যেন অতি উৎসাহ দেখিয়ে কোথাও বেপরোয়া মনোভাব না দেখাই।' 

সাথে সাথে তিনি নাগরিকদের উদ্দ্যেশে বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে এই যুদ্ধে প্রত্যক নাগরিক একজন সৈনিক। ভারতের এই লড়াই জনগণ দ্বারা চালিত'। তিনি আরও বলেন, '‘আমরা যেন অতি আত্মবিশ্বাস না দেখাই, আমরা যেন মনে না করি, এখনও করোনা পৌঁছয়নি বলে, সেখানে পৌঁছবে না’।

Ad Code