বিশ্বজুড়ে থাবা বসিয়েছে মারন ভাইরাস করোনা।বাড়ছে আক্রান্তদের সংখ্যা।তার সঙ্গে পাল্লদিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।দেখা দিচ্ছে মহামারি ।
এই মহামারি ও সংকট কালে এগ্ৰিকালচার আত্মা প্রকল্পের "ফার্মাস ফ্রেন্ড অ্যাসোসিয়েশন" কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে মূখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ২৮হাজার টাকার চেক তুলে দেন ADMG-র মাধ্যমে।
চেক তুলে দেন জেলা কমিটির সভাপতি জীবন সূত্রধর।এছাড়া উপস্থিত ছিলেন গোপাল বর্মন,স্বপন বরকাইত, সাধন রায়,অশোক দত্ত প্রমুখ।
Social Plugin