"ব্ল্যাক" এর প্রথম চমকে উচ্ছ্বসিত বাংলা সিনেমাপ্রেমীরা
টানটান থ্রিল আর সাসপেন্স এর ঠিকানা দিল পরিচালক সুভম দত্ত। মুক্তি পেল আগামী ছবি "ব্ল্যাক" এর অফিসিয়াল মোশন পোস্টার। একটা থ্রিলার মিউজিকে দর্শককে নতুন চমক দিল ছবির পোস্টার। ছবিতে অভিনয় করছেন অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী রায়তি ভট্টাচার্য। অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় কে ছবির পোস্টারে এক ভিন্ন লুকে দেখা গিয়েছে। অপর দিকে অভিনেত্রী রায়তি ভট্টাচার্য এর চোখে এক ঈগলের দৃষ্টি। বলাইবাহুল্য শর্ট ফিল্মের জগতে নতুন চমকের সাক্ষী রাখবে "ব্ল্যাক"।
ছবির সংলাপ রচনা করেছেন নন্দিনী দাস। পরিচালক শুভম দত্ত বলেন যে দর্শককে এর আগে ভালোবাসার ছবি বারবার উপহার দিয়েছে। তাই এবারে কিছুটা থ্রিলারের স্বাদ দিতে এই ছবি। কিন্তু থ্রিলার বলে সেখানে ভালোবাসা যে থাকবে না এমন নয়। ব্ল্যাক হল ভালোবাসার মোড়কে তৈরি এক থ্রিলার ছবি। ছবিটি প্রযোজনা করেছেন প্রযোজক শুভাশিস দত্ত। এসডিপি ভেঞ্চারের ব্যানারে দর্শক কে নতুন চমক দিল "ব্ল্যাক"। মোশন পোস্টারে আমাদের ঝুলি থেকে ব্ল্যাক পেল সারে চার নম্বর।
Social Plugin