শত বছর প্রাচীন বট গাছ ভেঙে পড়লো কোচবিহার রাজারহাট হাট খোলায় l হাটের পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত ও হাট সংলগ্ন একটি বাড়ীর ক্ষতিগ্রস্ত l তবে হতাহতের কোনো খবর নেই l 



তবে স্থানীয়রা জানান আজ হাট বার ছিল, লক ডাউনের জন্যে এ যাত্রায় রক্ষা পাওয়া গেলো, লক ডাউন না থাকলে হয়তো অন্য দৃশ্য দেখা যেত l 

প্রত্যেক সপ্তাহে সোমবার ও শুক্রবার হাট বসে রাজারহাট হাট খোলায়, আসে পাশের গ্রামের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই হাট l 

পুন্ডিবাড়ি থানার থেকে পুলিশবাহিনী ও দমকল আসে ঘটনাস্থলে, প্রশাসন থেকে গাছটি কাটার ব্যবস্থা করা হচ্ছে l

 আরও পড়ুন-   করোনা থেকে মুক্তির জন্য 'রামবান' ৫ এপ্রিল- জানালেন প্রধানমন্ত্রী