শুক্রবার সকালেই এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সকলকে আগামী ৫ই এপ্রিল রবিবার রাত ৯টায় সমস্ত আলো নিভিয়ে ঘরের সামনে বা ছাদে মোমবাতি, প্রদীপ অথবা মোবাইলের টর্চ জ্বালাতে বলেছেন। সেই বিষয়ে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা রাগত সুরেই বললেন 'এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমার মনে হলে আমি ঘুমোব।'
আজ নবান্নে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীর মোমবাতি জ্বালানোর ব্যাপারে জিগেস করতেই তিনি বলেন, 'আমার কাজ আমি করবো, প্রধানমন্ত্রী কি বলেছেন সেটা তাঁর ব্যক্তিগত মতামত। এটা নিয়ে অযথা রাজনৈতিক লড়াই লাগাবেন না। ওঁনার মতামত আপনার পছন্দ হলে মানবেন, আমার মনে হলে আমি ঘুমাবো।'
এছাড়াও রাজ্যের বর্তমান পরিস্থিতি অনেকটাই ভালো বলে তিনি জানিয়েছেন। করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গের কর্মসূচী অন্য রাজ্যের কাছে মডেল হতে পারে বলেও তিনি জানিয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে ১২ জন সুস্থ হয়ে ফিরেছেন। ৩২১৮ জন হোম কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে এসেছে। রেশন ব্যবস্থা নিয়ে তিনি বলেন, 'সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। খাদ্যদসামগ্রী সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। আমি না দিয়েই লকডাউন হয়েছে তাই হয়তো কোনো কোনো জায়গায় একটু সমস্যা হচ্ছে। আমরা প্রতি মুহূর্তে রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখছি, কোথায় কে খাবার পাচ্ছেনা, কার কি সমস্যা অব নজরে আছে। মানুষ যাতে একসঙ্গে জমায়েত না হয় সেটা আপনাদের দেখতে হবে।'
Social Plugin